Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

অবস্হানঃ  কবিতা চত্বর স্মরণী রোড, ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা সংলগ্ন, ঝাউতলা, কক্সবাজার।

             1965 সালে কক্সবাজার ও  চট্টগ্রাম জেলার উপকূলীয় অঞ্চল নিয়ে উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রাম প্রতিষ্ঠা করা হয়। কক্সবাজার জেলার উপকূলীয় বন ভূমির পরিমান 52,973.51 একর। প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বন কৃত্রিমভাবে সৃজনের মাধ্যমে চরভূমি সৃষ্টি তরান্বিত করন,চরভূমির স্হায়িত্ব আনয়ন, দেশের বনভুমি তথা দেশের আয়তন বৃদ্ধি  এবং ঘূর্নিঝড় ও জলোচ্ছাসের ক্ষয়ক্ষতি থেকে অভ্যন্তরীন জনপদ ও সম্পদ রক্ষার্থে 1966 সন থেকে বনায়ন কার্যক্রম শুরু করে। অদ্যাবধি কক্সবাজার জেলার উপকূলীয় এলাকায় সৃজিত বন ভূমির পরিমান 34,779.04 একর ও কক্সবাজার জেলার মহেশখালী পাহাড়ে সৃজিত বন ভূমির পরিমান 8,941.71 একর।